ভিভো y21 মোবাইল এর দাম কত বাংলাদেশে ২০২৩ – আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো ভিভো ব্র্যান্ডের মোবাইল। ভিভো বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব ভিভো ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো ভিভো y21 আপনাদের সুবিধার্থে ভিভো y21 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
![]() |
ভিভো y21 মোবাইল এর দাম কত বাংলাদেশে ২০২৩ |
ভিভো y21 সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ – 20 আগস্ট, 2021
রং: ডায়মন্ড গ্লো, মিডনাইট ব্লু
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
ভিভো y21 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৫১ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ 720 x 1600 পিক্সেল (270 পিপিআই)।
কর্মক্ষমতা:
ভিভো y21 মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.35 GHz পর্যন্ত ও জিপিইউ পাওয়ারভিআর GE8320। এই মোবাইলটিতে চিপসেট রয়েছে MediaTek Helio P35 (12nm) এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১১।(ফানটাচ 11.1)
স্টোরেজ:
ভিভো y21 মোবাইলটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ।
ক্যামেরা:
ভিভো y21 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ডুয়াল 13+2 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং ।সম্পূর্ণ HD (1080p) আর সেলফি ক্যামেরায় পাবেন ৮ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (1080p)।
ব্যাটারি:
ভিভো y21 মোবাইলটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম-পলিমার 5000 mAh (অ অপসারণযোগ্য) ও 18W দ্রুত চার্জিং
ভিভো y21 মোবাইল এর দাম কত বাংলাদেশে ২০২৩
বাংলাদেশে ভিভো y21 মোবাইলের অফিশিয়াল দাম ১৫ ,৯৯৯ টাকা ( ৪+৬৪) জিবি
ভিভো y21 এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৫,৯৯৯ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী ভিভো y21 মডেল এর মোবাইলটি ভালো হবে।
ভিভো y21 মোবাইলটির ভালো দিক
✔ সূক্ষ্ম নকশা
✔ শালীন ক্যামেরা
ভিভো y21 মোবাইলটির মন্দ দিক
✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই
উপরে ভিভো y21 এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি ভিভো y21 মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে ভিভো ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।