আইটেল ভিশন 4 দাম কত বাংলাদেশে | Itel Vision 4 Price in Bangladesh 2023

আইটেল ভিশন 4 দাম কত বাংলাদেশে – আজকের এ ব্লক পোষ্টের মাধ্যমে আপনাদের জন্য খুব ভালো একটি ফোন নিয়ে আলোচনা করব যে ফোনটির নাম হল আইটেল ভিশন 4 ফোনটি মার্কেট থেকে কিনতে চান তাহলে আমার এই ব্লক পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন। আপনি পড়লে বুঝতে পারবেন যে আইটেল ভিশন 4 বর্তমান বাজার মূল্য কত এবং আরও জানতে পারবেন আইটেল ভিশন 4 ফোনটি আপনার জন্য কিনা উচিত হবে কিনা বিস্তারিত মোবাইলটির সম্বন্ধে জানতে পারবেন।

আইটেল ভিশন 4 দাম কত বাংলাদেশে
আইটেল ভিশন 4 দাম কত বাংলাদেশে

আইটেল ভিশন 4 মোবাইলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম এবং ছবি নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি ১৭ হাজার টাকার মধ্যে একটি আইটেল ভিশন 4 মোবাইল খোঁজ করছেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে।

আপনারা যারা এই মোবাইল ফোনটি কিনবেন তারা প্রত্যেকেই আইটেল ভিশন 4 ফোনটি মার্কেট থেকে যাচাই করে অরিজিনাল মোবাইল ফোনটি কেনার চেষ্টা করবেন কারণ হলো অনেক দোকানদার আছে আপনাকে আইটেল ভিশন 4 মোবাইল কপি ভার্সনের ভিতর দিয়ে দিবে আবার অনেক দোকানদার আছে সে কিনা আল্লাহকে ভয় করে এবং সেই দোকানদার আপনাকে অরিজিনাল আইটেল ভিশন 4 ফোন দিবে এবং দাম যদি একটু বেশীও নেয় তাহলে আপনাকে অরিজিনাল মোবাইল ফোনটি দেওয়ার চেষ্টা করবে আপনারা প্রত্যেকেই মোবাইল কিনার পূর্বে ইউটিউব থেকে ভালো করে একটি ভিডিও দেখে নিবেন এবং গুগলে সার্চ দিয়ে মোবাইল এর সর্বশেষ আপডেট দেখে নিবেন তাহলে আপনারা মোবাইল কিনলে লসে পড়বেন না।

আইটেল ভিশন 4 অপারেটিং সিস্টেম

আইটেল ভিশন 4 এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাথে রয়েছে এবং চিপসেট Mediatek MT6761 Helio A22 (12 nm) আরো জিপিইউ পাওয়ারভিআর GE8320

আইটেল ভিশন 4 ডিসপ্লে

মোবাইলটিতে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ 720 x 1612 পিক্সেল, 20:9 অনুপাত রেজুলেশন রয়েছে। 267 পিপিআই ঘনত্ব ব্যবহার করা হয়েছে।

আইটেল ভিশন 4 ক্যামেরা

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনের ক্যামেরা রয়েছে 13 মেগা পিক্সেল। মোবাইলটির ক্যামেরা সেটআপ অন্যান্য মোবাইল এর তুলনায় সুন্দর।

আইটেল ভিশন 4 পিছনের ক্যামেরা ফিচারস:

ফটো, ভিডিও, নাইট, এক্সপার্ট, প্যানোরামিক, পোর্ট্রেট, টাইম-ল্যাপস, টেক্সট স্ক্যানার এবং স্টিকার ইত্যাদি ফিচারস।ছবি তোলার জন্য মোবাইলটি সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিনের আলোতে অনেক ভালো ছবি তুলতে সক্ষম।

আইটেল ভিশন 4 সামনের ক্যামেরা ফিচারস:

সামনের ক্যামেরা দিয়ে আপনি এইচডি কোয়ালিটি ছবি তুলতে পারবেন এবং রাত্রের দিকে যদি আপনি ছবি তুলেন না হলেও এইচডি কোয়ালিটি তে ছবি তুলতে পারবেন সবমিলিয়ে অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি ফোন হবে

মোবাইলটিতে ব্যাটারি এবং চার্জার সুবিদা রয়েছে

আইটেল ভিশন 4 মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে লি-পলি (লিথিয়াম পলিমার) 6000 mAh শক্তিশালী ব্যাটারি। মোবাইলটির আরো ভালোর দিক হচ্ছে আপনি যদি একটানা গেম খেলেন তাহলে 8 থেকে 10 ঘন্টা গেইম খেলতে পারবেন। আর নরমাল হিসাবে ফোনটি যদি ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন দিনে চার্জ শেষ করতে পারবেন না।

আইটেল ভিশন 4 মোবাইলটির মধ্যে আরেকটি মজার সুবিধা হলো যে আপনার ফোনে যদি চার্জ কমে যায় তাহলে আপনি সেই মডেলের অন্য একটি মোবাইল ফোন থেকে চার্জ দিতে পারবেন অর্থাৎ মোবাইল টু মোবাইল চার্জের ব্যবস্থা আছে

আইটেল ভিশন 4 মোবাইলটির স্টোরেজ

এই মোবাইল ফোনটি বাংলাদেশর বাজারে সব সময় পাওয়া যাবে।মোবাইলটির র‌্যাম হল 8 জিবি এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মেমোরি।আপনার যদি মন চায় মাইক্রো এসডি-স্লটের, তাহলে আপনি আলাদা ভাবে বাড়িয়ে নিতে পারবেন।

Itel Vision 4 Price in Bangladesh
Itel Vision 4 Price in Bangladesh

আইটেল ভিশন 4 মোবাইলটির 3 কার্ড স্লট

আইটেল ভিশন 4 মোবাইলটির মাঝে পাওয়া যাবে একটি থ্রি কার্ড স্লট যেটির মাধ্যমে আপনি দুটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।থ্রি কার্ড স্লট মোবাইলে প্রবেশ করা বা বাহির করানোর জন্য থাকবে সুন্দর একটি ছোট পিন।

ওজন

6000 mAh মোবাইলের ব্যাটারি সহ ফোনটির ওজন হতে পারে 175 গ্রাম হালকা ওজন তাকায় মোবাইলটি পকেটে নিয়ে ঘুরতে আপনার কোন সমস্যা হবে না

আইটেল ভিশন 4 মোবাইলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন:

দাম 17,990 টাকা 8/128
কালার উজ্জ্বল কালো, জ্বলজ্বলে নীল
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.6 ইঞ্চি 720 x 1612 পিক্সেল, 20:9 অনুপাত
ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেল ও পিছনে 64+2+2 মেগাপিক্সেল ক্যামেরা।
র‌্যাম 8 জিবি
রম 128 জিবি
প্রসেসর কোয়াড-কোর 2.0 GHz কর্টেক্স-A53
ব্যাটারি 600 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং 10 ওয়াট ফাস্ট চার্জিং।
ওজন 135 গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ ইন ডিসপ্লে


আমাদের শেষ কথা
যে ভাইয়েরা আইটেল ভিশন 4 মোবাইল কিনতে চান তারা প্রত্যেকে আইটেল ভিশন 4 ফোনটি কিনার আগে গুগলে সার্চ দিয়ে সর্বশেষ মোবাইলের আপডেট দেখে নিবেন আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত পোস্টটি আপডেট নাও হতে পারে তাই আপনারা আইটেল ভিশন 4 ফোন কেনার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট দেখে নিবেন।

Leave a Comment